71
 1 সদাপ্রভুু আমি তোমার মধ্যে আশ্রয় নিই; 
আমাকে কখনও লজ্জিত হতে দিও না। 
 2 আমাকে উদ্ধার করো 
এবং ধার্মিকতার মধ্যে আমাকে রক্ষা কর; 
আমার প্রতি কান দাও এবং আমার রক্ষা কর। 
 3 তুমি আমার আশ্রয়ে শৈল হবে, 
যেখানে আমি সবদিন যেতে পারি; 
তুমি আমার রক্ষা করতে আজ্ঞা করেছ; 
কারণ তুমিই আমার শৈল এবং আমার দূর্গ। 
 4 আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, 
দুষ্টদের হাত থেকে 
এবং অন্যায়কারী নিষ্ঠুরতার হাত থেকে। 
 5 কারণ, প্রভু, তুমিই আমার আশা; 
তুমি ছোটবেলা থেকেই আমার বিশ্বাসভূমি। 
 6 গর্ভ থেকেই তোমার উপরেই আমার আশ্রয়; 
মায়ের জঠর থেকেই তুমিই আমাকে নিয়েছ; 
আমি সবদিন তোমারই প্রশংসা করি। 
 7 আমি অনেকের দৃষ্টিতে উদাহরণ স্বরূপ; 
তুমি আমার দৃঢ় আশ্রয়। 
 8 আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে 
এবং সমস্ত দিন তোমার সম্মান করবো। 
 9 বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ কর না, 
আমার শক্তি ক্ষয় পেলেও আমাকে ছেঁড়ো না। 
 10 কারণ আমার শত্রুরা আমার বিষয়ে কথা বলে, 
আমার জীবনের উপরে যাদের চোখ, 
তারা একত্র পরিকল্পনা করে। 
 11 তারা বলে, ঈশ্বর তাকে ত্যাগ করেছেন, 
দৌড়ে তাকে ধর, কারণ রক্ষা করার কেউ নেই। 
 12 ঈশ্বর আমার থেকে দূরে যেও না; 
আমার ঈশ্বর, আমার সাহায্য করতে ত্বরা কর। 
 13 তারা লজ্জিত ও ক্ষয়প্রাপ্ত হোক, 
যারা আমার জীবনের প্রতিকূলে; 
তারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হোক, 
যারা আমার ক্ষতির চেষ্টা করে। 
 14 কিন্তু আমি সবদিন আশা করব 
এবং অধিক আমি তোমার আরও প্রশংসা করব। 
 15 আমার মুখ তোমার ধার্মিকতার বিষয় বর্ণনা করবে 
এবং তোমার পরিত্রান সমস্ত দিন বর্ণনা করবে, 
যেহেতু আমি তা বুঝিনা। 
 16 আমি প্রভু সদাপ্রভুুর পরাক্রমের কাজ সব উল্লেখ করব; 
আমি তোমার, কেবল তোমারই ধার্ম্মিকতা উল্লেখ করব। 
 17 ঈশ্বর, তুমি যৌবনকালে থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ; 
আর এ পর্যন্ত আমি তোমার সুন্দর কাজকে প্রচার করেছি। 
 18 প্রকৃত পক্ষে, ঈশ্বর বৃদ্ধ বয়স 
এবং পাকাচুলের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ কর না, 
আমি এই সব লোককে তোমার বাহুবল 
ও ভাবি বংশধরদের কাছে তোমার পরাক্রমের কথা ঘোষণা করি। 
 19 ঈশ্বর, তোমার ধার্মিককথা উচ্চ পর্যন্ত; 
তুমি মহৎ কাজ করেছ; ঈশ্বর, 
তোমার মত কে আছে? 
 20 তুমি আমাদেরকে অনেক সংকট ও বিপদের প্রদর্শন করেছ, 
তুমি ফিরে আমাকে পুনরাই জীবিত কর, 
পৃথিবীর গভীরতা থেকে আবার উঠাও। 
 21 তুমি আমার সম্মান বৃদ্ধি করেছ; 
ফিরিয়ে আমাকে সান্ত্বনা দাও। 
 22 আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব, 
কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য, 
আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব। 
 23 তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবার দিনের 
আমার ঠোঁট আনন্দ গান করবে 
এবং আমরা প্রাণও করবে, যা তুমি মুক্ত করেছ। 
 24 আমার জিভ সমস্ত দিন তোমার ধার্মিককথার বিষয়ে বলে, 
কারণ তারা লজ্জিত এবং হতাশ হয়েছে, 
যারা আমার ক্ষতি করার চেষ্টা করে।