82
আসফের একটি প্রশংসা গীত| 
 1 ঈশ্বর দেবতাদের মণ্ডলীতে* ঈশ্বর … মণ্ডলীতে অন্য জাতিরা শিখিয়েছিল যে এল্ (ঈশ্বর) এবং অন্য দেবতারা একত্রে মিলিত হয়েছিলেন পৃথিবীর লোকদের কি করা হবে সে সিদ্ধান্ত নিতে| কিন্তু অনেক সময় রাজা এবং নেতাদেরও “দেবতা” বলা হয়ে থাকে| সুতরাং এই সঙ্গীতটি হয়তো ইস্রায়েলের নেতাদের প্রতি ঈশ্বরের সতর্কবাণী| দাঁড়ান| 
দেবতাদের সেই সভায় তিনিই ছিলেন বিচারক| 
 2 ঈশ্বর বলেন, “কতদিন তোমরা অন্যায়ভাবে লোকের বিচার করবে? 
আর কতদিন তোমরা দুষ্ট লোকদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে?” 
 3 “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর| 
ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর| 
 4 ওই সব অসহায় ও দরিদ্রদের সাহায্য কর| 
দুষ্ট লোকদের থেকে ওদের রক্ষা কর| 
 5 “কে ঘটে চলেছে তা ওরা জানে না| 
ওরা বোঝে না! 
ওরা যে কি করছে তা ওরা জানে না, 
ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!” 
 6 আমি ঈশ্বর বলছি, “তোমরা দেবতা| 
তোমরা পরাৎপরের সন্তানগণ| 
 7 যেমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, 
তোমরাও সেই ভাবেই মারা যাবে|” 
 8 ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন! 
ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন! 
*82:1: ঈশ্বর … মণ্ডলীতে অন্য জাতিরা শিখিয়েছিল যে এল্ (ঈশ্বর) এবং অন্য দেবতারা একত্রে মিলিত হয়েছিলেন পৃথিবীর লোকদের কি করা হবে সে সিদ্ধান্ত নিতে| কিন্তু অনেক সময় রাজা এবং নেতাদেরও “দেবতা” বলা হয়ে থাকে| সুতরাং এই সঙ্গীতটি হয়তো ইস্রায়েলের নেতাদের প্রতি ঈশ্বরের সতর্কবাণী|