76
সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্র সহ আসফের একটি প্রশংসা গীত| 
 1 যিহূদার লোকরা ঈশ্বরকে জানে| 
ইস্রায়েলের লোকরা ঈশ্বরের নামকে সম্মান করে| 
 2 শালেমে ঈশ্বরের মন্দির আছে| 
সিয়োন পর্বতের ওপর ঈশ্বর বাস করেন| 
 3 সেই খানেই ঈশ্বর, তীর-ধনুক, 
ঢাল-তলোয়ার এবং অন্য সব যুদ্ধাস্ত্র, চূর্ণবিচূর্ণ করেছেন| 
 4 হে ঈশ্বর, পর্বতসমূহের থেকে ফিরে, 
যেখানে আপনি আপনার শত্রুদের পরাজিত করেছেন, আপনাকে মহিমান্বিত দেখাচ্ছে| 
 5 ঐসব সৈন্য ভেবেছিলো ওরা শক্তিশালী| 
কিন্তু এখন তারা যুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে| 
ওদের গায়ে যা কিছু ছিল সবই খুলে নেওয়া হয়েছিল| 
ঐ বলশালী সৈনিকরা কেউই নিজেকে রক্ষা করতে পারে নি| 
 6 যাকোবের ঈশ্বর ওই সৈন্যদের উদ্দেশ্যে গর্জন করে উঠলেন| 
তারা তাদের ঘোড়াগুলো সহ পড়ে মরে গেল| 
 7 ঈশ্বর, আপনি ভয়ানক! 
যখন আপনি ক্রুদ্ধ হন তখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না| 
 8-9 বিচারক হিসাবে প্রভুই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেছেন| 
এই ভূখণ্ডের নম্র ও ভক্ত লোকদের ঈশ্বর রক্ষা করেছেন| 
স্বর্গ থেকেই তিনি এই সিদ্ধান্ত পাঠিয়েছেন| 
সারা পৃথিবী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল| 
 10 ঈশ্বর, যখন আপনি মন্দ লোকেদের শাস্তি দেন তখন লোকে আপনাকে সম্মান করে| 
আপনি আপনার ক্রোধ প্রদর্শন করলেন এবং যারা বেঁচে গিয়েছিলো তারা শক্তিশালী হল| 
 11 লোকরা তোমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে| 
এখন, যা প্রতিশ্রুতি করেছিলে, তা তাঁকে দাও| 
পৃথিবীর প্রত্যেকটি জায়গার মানুষ ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| 
তারা তাঁর কাছে উপহার নিয়ে আসবে| 
 12 ঈশ্বর বড় বড় নেতাদের পরাজিত করেন| 
পৃথিবীর প্রত্যেকটি রাজা তাঁকে ভয় করে|