63
দায়ূদের একটি গীত: যখন থেকে তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন| 
 1 ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর| 
আমি আপনাকে ভীষণভাবে চাই| 
রৌদ্রদগ্ধ শুকনো জমির মত, 
আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে| 
 2 হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি| 
আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি| 
 3 আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম| 
আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে| 
 4 হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো| 
আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো| 
 5 আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি| 
এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো| 
 6 যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো| 
মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব| 
 7 আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন! 
আপনি যখন আমায় সুরক্ষা দেন তখন আমি আনন্দোল্লাস করি! 
 8 আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে| 
আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়| 
 9 যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে| 
ওরা ওদের কবরে তলিযে যাবে| 
 10 তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে| 
বুনো কুকুর ওদের মৃতদেহ ছিঁড়ে খাবে| 
 11 কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে 
এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে| কেন? কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন|