গীত 99
 1 সদাপ্রভু রাজত্ব করেন, 
জাতিরা কম্পিত হোক; 
করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, 
পৃথিবী কেঁপে উঠুক। 
 2 সদাপ্রভু সিয়োনে মহান; 
সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত। 
 3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— 
তিনি পবিত্র। 
 4 রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— 
তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; 
তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা 
প্রতিষ্ঠা করেছ। 
 5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো, 
তাঁর পাদপীঠে আরাধনা করো; 
তিনি পবিত্র। 
 6 মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, 
শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন 
তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন, 
এবং তিনি তাঁদের উত্তর দিতেন। 
 7 তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন, 
তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন। 
 8 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, 
তুমি তাঁদের উত্তর দিয়েছিলে; 
যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে, 
ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর। 
 9 আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো 
এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো, 
কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।