47
পরিচালকের প্রতি: কোরহ পরিবারের থেকে একটি গীত| 
 1 হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! 
মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও! 
 2 পরাৎপর প্রভু বড় ভয়ঙ্কর| 
তিনি সারা পৃথিবীর মহান রাজা| 
 3 তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন| 
ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন| 
 4 প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন| 
যাকোব, যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন| 
 5 শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু 
তাঁর সিংহাসনে আরোহণ করেন| 
 6 ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর| 
আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর| 
 7 ঈশ্বরই সারা পৃথিবীর রাজা| 
তাঁরই প্রশংসা কর| 
 8 ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন| 
তিনি সব জাতিকে শাসন করেন| 
 9 সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের 
লোকদের সঙ্গে একত্র হয়| 
পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন| 
ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!