39
পরিচালকের প্রতি: যিদূথূনের প্রতি দায়ূদের একটি গীত| 
 1 আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো| 
আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না| 
vযখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো|” 
 2 তাই আমি কিছু বলি নি| 
এমন কি আমি কোন ভালো কথাও বলি নি! 
কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি| 
 3 আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম| 
এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি| 
তাই আমি কিছু বলি নি| 
 4 হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? 
বলুন, আর কতদিন আমি বাঁচবো? 
আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট| 
 5 হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আয়ু দান করেছেন| 
আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়| 
প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিয়ে যায়| 
কোন মানুষই চিরদিন বাঁচবে না| 
 6 আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই| 
আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে 
তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি| 
 7 তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? 
আপনিই আমার আশা! 
 8 প্রভু আমি যে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান| 
আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়| 
 9 আমি আমার মুখ খুলবো না| 
আমি কোন কিছুই বলবো না| 
প্রভু যা করণীয়, আপনি তাই করেছেন| 
 10 কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না| 
আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো! 
 11 হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন| 
মথ যেমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে, তা আপনি বিনষ্ট করে দেন| 
হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মত, যা তাড়াতাড়ি মিলিযে যায়| 
 12 প্রভু, আমার প্রার্থনা শুনুন! 
চিৎকার করে আমি যে প্রার্থনা করি তা শুনুন| 
আমার চোখের জলের দিকে তাকান| 
আমি একজন পথিক মাত্র যে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি| 
আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো| 
 13 মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, 
আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন|