23
দায়ূদের একটি গীত| 
 1 প্রভুই আমার মেষপালক| 
আমার যা কিছু চাই, সবসময় আমি তা-ই নেব|* আমার … নেব আক্ষরিক অর্থে, “আমার কোন কিছুরই অভাব নেই|” 
 2 তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন| 
তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন| 
 3 তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন| 
তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন| 
 4 এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই, 
আমি কোন বিপদের দ্বারা ভীত হব না| 
কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু| 
আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে| 
 5 প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন| 
আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন| 
আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে| 
 6 ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে| 
এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো|