8
বিল্দদ ইয়োবের সঙ্গে কথা বললেন 
 1 তখন শূহীর বিল্দদ উত্তর দিলেন, 
 2 “আর কতক্ষণ তুমি ঐ ভাবে কথা বলবে? 
তোমার কথা ঝোড়ো বাতাসের মতই বয়ে চলেছে| 
 3 ঈশ্বর সর্বদাই সৎ পথে থাকেন| 
যা সঠিক, সর্বশক্তিমান ঈশ্বর তা কখনই পরিবর্তিত করেন না| 
 4 যদি তোমার সন্তানরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকে, 
তাহলে ঈশ্বর তাদের পাপের জন্য শাস্তি দিয়েছেন| 
 5 কিন্তু এখন ইয়োব, তুমি যদি ঈশ্বরের 
এবং সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা কর, 
 6 যদি তুমি সৎ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন| 
তোমার যেমন গৃহটি প্রাপ্য তেমনটিই তিনি তোমাকে ফিরিয়ে দেবেন| 
 7 তোমার যে বিপুল উন্নতি হবে, তার কাছে, 
আগে তোমার যা ছিল, তা সামান্য মনে হবে| 
 8 “বয়স্ক লোকদের জিজ্ঞাসা করে দেখ| 
খুঁজে দেখ তাদের পূর্বপুরুষরা কি শিক্ষা পেয়েছে? 
 9 মনে হচ্ছে যেন আমরা গতকাল জন্মেছি| 
জানার পক্ষে আমরা একেবারেই অপক্ক| 
এই পৃথিবীতে আমাদের জীবন ছায়ার মতোই ক্ষণস্থায়ী|” 
 10 হয়তো বয়স্ক লোকরা তোমায় শিক্ষা দিতে পারেন| 
হয়তো বা, তাঁরা যা শিখেছেন তা তোমাকে শেখাতে পারেন| 
 11 বিল্দদ বললেন, “শুকনো জমিতে কি ভূর্জগাছ বড় হতে পারে? 
জল ছাড়া কি এরস গাছ বাড়তে পারে? 
 12 না, যদি জল শুকিয়ে যায়, তাহলে তারাও শুকিয়ে যাবে| 
তারা এত ছোট হয়ে যাবে যে তাদের কেটে ব্যবহার করাই মুস্কিল হবে| 
 13 যারা ঈশ্বরকে ভুলে যায় তারাও ঐ নল-খাগড়ার মতোই| 
ঈশ্বরহীন মানুষের আশা বিনষ্ট হয়| 
 14 ওই লোকের নির্ভর করার কোন জায়গা নেই| 
তার নিরাপত্তা মাকড়সার জালের মতোই দুর্বল| 
 15 যদি কোন লোক মাকড়সার জালের ওপর নির্ভর করে 
তাহলে তা ভেঙে যায়| 
সে মাকড়সার জাল ধরে, 
কিন্তু সেই জাল তাকে আশ্রয় দেয় না| 
 16 সেই লোকটি সূর্যালোকের মধ্যে একটি ভেজা গাছের মত| তার ডালপালা সারা বাগানে ছড়িয়ে পড়ে| 
 17 পাথরের চাঁইয়ের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে, 
পাথরের মধ্যেই সে তার শিকড় গজায়| 
 18 কিন্তু যদি গাছটি তার জায়গা থেকে সরে যায়, গাছটি মরে যাবে 
এবং কেউ জানবে না যে গাছটি কোন দিন ঐখানে ছিলো| 
 19 কিন্তু গাছটি যতদিন বেঁচে ছিল ততদিন জীবন উপভোগ করছিল 
এবং অন্যান্য গাছগুলো এর জায়গায় জন্মাবে| 
 20 ভালো লোকদের ঈশ্বর কখনই পরিত্যাগ করেন না| 
তিনি দুষ্ট লোকদের সাহায্য করেন না| 
 21 ঈশ্বর তোমার মুখ হাসিতে ভরিয়ে দেবেন 
এবং তোমার ঠোঁট আনন্দ ধ্বনিতে পূর্ণ করবেন| 
 22 কিন্তু তোমার শত্রুদের মুখ লজ্জায় আচ্ছন্ন হয়ে যাবে| 
এবং দুষ্ট লোকদের ঘরবাড়ী ধ্বংস হয়ে যাবে|”